জামালপুর জেনারেল হাসপাতালের প্রধান সহকারী ও হিসাব রক্ষক আবু হান্নানকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন , আবু হান্নান জামালপুর জেনারেল হাসপাতালে কর্মরত থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি কর্মস্থলে বিভিন্ন সময় কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন এবং স্বৈরাচার সরকারের একজন দোসর হিসেবে কাজ করেছেন। এ প্রেক্ষিতে, তার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আদেশ বাতিলের দাবি জানানো হয়।
বক্তারা আরো জানান, যদি দ্রুত এই আদেশ বাতিল না করা হয়, তবে পরবর্তীতে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স নুরুন্নাহার আক্তার, ফার্মাসিস্ট মারাফত আলী এবং হিসাব রক্ষক খলিলুর রহমান প্রমুখ।