জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৬নং ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন (বাদল)-এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়নবাসী।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ইউনিয়নের প্রধান সড়কে প্রায় পাঁচ শতাধিক মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। তাদের অভিযোগ, চেয়ারম্যান বোরহান উদ্দিন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি করে আসছেন। এছাড়া, স্থানীয় জনসাধারণের অভিযোগ, ইউনিয়নের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ,বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সনদপত্রের অতিরিক্ত টাকা আদায় সহ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দুর্নীতি করে যাচ্ছে। ফলে ইউনিয়নের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
মানববন্ধনে বক্তারা চেয়ারম্যানের অপসারণ এবং ইউনিয়নে সুষ্ঠু প্রশাসন প্রতিষ্ঠার দাবি জানান। তারা বলেন, “আমরা একজন দায়িত্বশীল ও সৎ চেয়ারম্যান চাই, যিনি জনগণের কল্যাণে কাজ করবেন এবং ইউনিয়নের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করবেন।
আন্দোলনকারীরা ঘোষণা দেন, যদি চেয়ারম্যানের অপসারণ না করা হয়, তবে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।