গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা ঈদগাঁ মহল্লায় বশির এর গ্যারেজ থেকে গতকাল রাতে ৪টা অটো রিকশা ও একাধিক অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনা ঘটে।
বুধবার(২১আগষ্ট) গভীর রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন গ্যারেজ মালিক বশির মিয়া।তিনি আরো জানান,চোর চক্র গ্যারেজের দুটো তালা ভেঙে চুরি করে যাওয়ার সময় গেটে একটা তালা লাগিয়ে যায়।
এদিকে চুরি যাওয়া অটো রিকশার মালিক,চাল ক’রা উপার্জনের এক মাত্র অবলম্বন হারিয়ে বাকরুদ্ধ,চুরি যাওয়া অটো রিকশার চালক’রা হলেন১. তেতৈতলা গ্রামের মোস্তফা প্রধান ২.কাজিরগাঁও গ্রামের জসিম ৩.ভাড়াটিয়া জহির ও ৪.বালুয়াকান্দী গ্রামের মনির হোসেন।
এ সময় গাড়ির মালিক মনির হোসেন বলেন, কিস্তিতে টাকা তুলে গাড়ীটি কিনে ছিলাম,এখন কিস্তির টাকা পরিশোধ করবো কিভাবে।
ঘটনাস্থল সরে জমিনে পরিদর্শন করেছে গজারিয়া থানা পুলিশ, এ সময় পুলিশের উপ পরিদর্শক কামরুল ইসলাম বলেন,খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছি,শুনেছি সামনে সিসিটিভি ক্যামেরা রয়েছে, অভিযোগ এর ভিত্তিতে তা পর্যালোচনা করে চোর চক্রকে চিহ্নিত ও চুরি হওয়া অটো উদ্ধারের চেষ্টা করবো।