শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা জামালপুর জেলা শাখার অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম জামালপুর প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪০ Time View

সংগঠিত ছাত্র-জনতাই ইতিহাস নির্মাতাঃ সহিংসতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর জেলা শাখা।

১২ আগষ্ট সোমবার সকাল ১১টায় শহরের দয়াময়ী মোড় কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে কর্মসূচী পালন করা হয়। বাপা, জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক এমএইচ মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে সহিংসতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে বক্তব্য রাখেন, বাপা সদস্য সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, সহ সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান খান, শামিমা খান, মশিউল আলম বাবলু, বাপা জেলা কমিটি উপদেষ্টা মানবাধিকার কর্মি জাহাঙ্গীর সেলিম ও উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আমির উদ্দিন।

বাপা আয়োজিত অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান সরকারকে সমর্থন জানিয়ে জামালপুরে নদী দখল, পুকুর ভরাট, পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।

বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কোন শব্দ থাকবেনা। হিন্দু-মুসলিস ভাই ভাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই।

বক্তারা আরো বলেন-
শহরের দয়াময়ী মোড়ে, সনাতন হিন্দুন্দের প্রাচীন ধর্মীয় স্থান দয়াময়ী মন্দিরের পাশে সাংস্কৃতিক পল্লীর নামে আধুনিক বেহায়াপনার পল্লী গড়েছে। কেন্দ্রিয় শহীদ মিনারকে লোহার গেইটে বেষ্টন করে রেখেছে। আমরা শহীদ মিনার কে সকলের জন্য উন্মুক্ত করে রাখতে চাই।

বক্তারা বলেন, বর্তমানে দেশে সবচেয়ে বেশী প্রয়োজন, আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা। বৈষম্যমুক্ত দেশ গড়তে পুলিশ ভাইদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা।

বাপা, সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, ব্রহ্মপুত্র নদ খাল দখল রোধ, ঝিনাই নদীর উৎস্যমুখে ভরাট এবং দুষন রোধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণে সরকারের প্রতি আহবান জানান।

‘অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাপা সাংগঠনিক সম্পাদক, ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামা, মহিলা বিষয়ক সম্পাদক শামিমা বেগম রুবি, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সহ-সভাপতি মাহবুবুর রহমান মহব্বত, সদস্য আঃ লতিফ, জাহিদুল ইসলাম, মুক্ত জীবন সংস্হার নির্বাহী পরিচালক সামিউল ইসলাম, প্রতিবন্ধী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আমজাদ হোসেন, কাজী সমিতির সভাপতি মশিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শুরুতেই কি-নোট পেপার উপস্থাপন করেন, বাপা সদস্য ও শিক্ষার্থী তন্ময় ফারহান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com