নোয়াখালীতে ১৪ ও ১৫ ই আগস্টে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতার হত্যার অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে জেলা যুবদলের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দিনব্যাপী বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পৌর অডিটোরিয়ামের সামনে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের উদ্যোগে ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, জি এস রুবেলহ সহ জেলা,উপজেলা যুবদলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
ওই সময় বক্তব্যে বলেন, বিএনপির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আটশত নেতাকর্মীকে হত্যা করা হয়। এই হত্যার বিচার করার দাবি জানান।