অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মজ্ঞলবার বিকেলে জেলা, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদলের আয়োজনে ও যুনদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম জিএস সুমনের নেতৃত্বে বানিজ্যিক শহর চৌমুহনীর পাবলিক হল চত্বর থেকে চট্রগ্রাম- নোয়াখালী সড়ক পদক্ষিন করে কাচারি বাজার জামে মসজিদ পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর মিছিল শেষে বক্তব্য রাখেন মঞ্জুরুল আজিম সুমন।
মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি সহ আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে পায়তারার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেনের অবিলম্বে বক্তব্যের প্রত্যাহার দাবি করেন যুবদলের নেতা-কর্মীরা।
এই সময় জেলা, উপজেলা, পৌরসভা যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগকে দল পুনর্গঠনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করে সংগঠনগুলো। তাই এই বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।