আধুনিকতার ছোঁয়ায় বর্তমান বিশ্ব! চারিদিকে নতুন নতুন প্রযুক্তির জয়ধ্বনি ভেসে বেড়াচ্ছে। প্রযুক্তি যেমন মানুষের কল্যাণে, ভালো কাজে ব্যবহার করা হয়, ঠিক তেমনি এই সকল প্রযুক্তি দ্বারা নানান ধরনের অপরাধ-অপকর্ম করা যায়। অনেকে এই প্রযক্তিকে অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যেমন বলা চলে চীনের এক চোরের কথাই। বৌদ্ধমন্দিরে দানের উদ্দেশে রাখা কিউআর কোড বদলে দিয়ে নিজের কিউআর কোড বসিয়েছেন তিনি। আর এভাবেই পকেটে ভরেছেন লাখ লাখ টাকা।
চোরটি চীনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করেছেন। চুরির বিষয়টি পুলিশ প্রশাসনের কাছে জানাজানি হলে বিষয়টি তদন্ত করে তাকে গ্রেফতার করা হয়। পুলিশি হেফাজতে স্বীকার করেছেন, চলতি বছরে চীনের শানসি, সিচুয়ান ও চংকিং প্রদেশের বিভিন্ন মন্দির থেকে ৪ হাজার ২০০ ডলারের (প্রায় ৫ লাখ টাকা) বেশি আত্নসাৎ করেছেন তিনি।
একটি সিসিটিভি ফুটেজ প্রকাশের পর। তাতে দেখা যায়, প্রদেশের বাওজি শহরের ফামেন মন্দিরে গৌতম বুদ্ধের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে আছেন ওই ব্যক্তি। তাঁর পাশেই দানবাক্স। সেখানে আরও অনেকেই ছিলেন। তবে সবার অগোচরে দানবাক্সে থাকা মন্দিরের কিউআর কোডের ওপর নিজের কিউআর কোড বসিয়ে দেন তিনি।
পুলিশের কাছে তিনি আরও জানান যে শুধু চিন না, বেশ কয়েকটি দেশে বিভিন্ন ধরনের মন্দিরে বা গির্জাতে যে সকল দান বাক্স রাখা হয়ে সেখানে চোরের কিউআর কোড বসিয়ে দিয়ে নিজের পকেটে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়! পুলিশ জানায় গ্রেফতারের পর চুরি হয়ে যাওয়া সকল অর্থ ফেরৎ পেয়ে।
এদিকে এই চুরির ঘটনা নিয়ে চীনা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ব্যাপক খোশগল্প চলছে। যেমন একজন মজা করে বলেছেন, ‘চীনে একটা প্রবাদ আছে যে সৃষ্টিকর্তা ওপর থেকে সবকিছু দেখছেন। তাই আমাদের খারাপ কাজ করা উচিত নয়। ওই প্রবাদ বদলে দিয়ে এখন বলা উচিত, সিসিটিভি ক্যামেরা ওপর থেকে সবকিছু দেখছে।’ আরেকজন বলেছেন, ‘আইনের ছাত্র হয়েও আইন ভাঙলেন তিনি।’