কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের রক্তের প্রয়োজন মেটাতে বিশেষ ভূমিকা পালন করেছে “ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি” সংগঠনের স্পেশাল রেসপন্স টিম। আন্দোলনের সময়ে আহত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য এই টিমটি উল্লেখযোগ্য পরিমাণে রক্ত সংগ্রহ ও সরবরাহ করেছে।
স্পেশাল রেসপন্স টিমের সদস্যরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আহতদের জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহে উদ্যোগী হন। বিভিন্ন ব্লাড ব্যাংক এবং হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় করে, টিমটি প্রয়োজনীয় রক্ত দ্রুততম সময়ে পৌঁছে দেয়।
স্পেশাল রেসপন্স টিমের অন্যতম সমন্বয়ক বোরহান উদ্দিন ও রাসেল হোসাইন বলেন, জামালপুরে আন্দোলনের শুরু থেকেই রক্তদাতা প্রস্তুত করে রেখেছিলাম আমরা। এখনও আমাদের টিম কাজ করছে। চলমান আন্দোলনে ঢাকা, মুন্সিগঞ্জ, রংপুর, চট্টগ্রাম, টাংগাইল, গাজীপুর, ময়মনসিংহ ও জামালপুরে আমাদের এই স্পেশাল টিম রক্তের প্রয়োজনে কাজ করেছেন। আন্দোলন সহিংসতা ছাড়াও রক্তের প্রয়োজনে আমরা মানুষের পাশে আছি।
স্পেশাল রেসপন্স টিমের অন্যান্য সদস্যরা হলেন- আসাদ, রাসেল, মুক্তাদির, শাকিল, দিহান প্রমুখ।প্রয়োজনে জামালপুর স্পেশাল রেসপন্স টিম যোগাযোগ করেন ০১৯৬৮৬১৫৯০৬ এই নাম্বারে।
উল্লেখ্য; ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’ এই সংগঠনটি ২০২০ সাল থেকে মানুষকে বিনামূল্যে রক্তদান ও বিভিন্ন সচেতনামুলক কাজ করে যাচ্ছেন তারা।