জামালপুরের সরিষাবাড়ীতে এক দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার সকাল ১০ টার দিকে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহিলা কলেজ রোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আরাম নগর বাজারে ঘন্টা ব্যাপী অবস্থান করে।
বিক্ষোভ মিছিলে হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন, যেগুলিতে এক দফা বাস্তবায়নের দাবির কথা উল্লেখ ছিল। বিক্ষোভকারীরা দাবি করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়মিত ক্লাস ও পরীক্ষা নিতে হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত মানের শিক্ষা ও পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, “আমাদের এক দফা দাবি মানতে হবে। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষা পরিবেশ চাই। অবিলম্বে আমাদের দাবি পূরণ না হলে, আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
এ সময় সাধারণ জনগণ, অভিভাবকসহ কলেজের শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করেন এবং তাদের দাবির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের এ ধরনের আন্দোলন এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। তবে আজকের আন্দোলনটি ছিল সম্পূর্ণ শিক্ষার্থীদের উদ্যোগে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।