খুলনায় স্বর্ণ তারা একতা সংঘ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এ বিস্ময়কর এক জয় হাতে তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল খুলনার তরুণ ফুটবলার সোহাগ এর ক্লাব
শেখ রওশন আলী স্মৃতি স্পোর্টিং ক্লাব।
………………………….
উক্ত টুর্নামেন্টটি খুলনা নগরীর খালিশপুর থানাধীন পোর্ট কলোনী মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে,
খুলনার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ফুটবল অ্যাকাডেমি ও ক্লাব গুলো অংশ নিয়েছে এই ফুটবল টুর্নামেন্টে।
এই চরম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্টের স্বাগতিক ম্যাচেই জয়ের দেখা পায়
শেখ রওশন আলী স্মৃতি স্পোর্টিং ক্লাব,
উক্ত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে সমতায় থাকে দুইটি টিম,
নির্ধারিত সময়ের একমাত্র গোলটি করেন
রনি
পরবর্তীতে ট্রাই বেকার এর মাধ্যমে ২-১ গোলে জয়লাভ করে
রওশন আলী স্মৃতি স্পোর্টিং ক্লাব,
ম্যাচের জয় সূচক গোলটি করে দলের অধিনায়ক
সোহাগ ,
ম্যাচে জয় লাভের পরে ক্লাবের প্রতিষ্ঠাতা ও দলের অধিনায়ক খুলনার তরুণ ফুটবলার
শেখ হায়দার আলী সোহাগ
সাংবাদিকদেরকে বলেন মূলত তরুণ সমাজ কে মাদকের ছোবল থেকে দূরে সরিয়ে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার জন্যই তার এই প্রচেষ্টা এই লক্ষ্যেই তিনি তার মরহুম পিতা শেখ রওশন আলী এর নামে এই ক্লাব প্রতিষ্ঠা করেন।
তার লক্ষ তিনি এই ক্লাবের মাধ্যমে দেশ ও জাতি কে তরুণ কিছু বিশ্বমানের ফুটবলার উপহার দিতে চান,
তিনি জোর দাবি জানান খুলনায় যেন অতি দ্রুত (বা,ফু,ফে) কর্তৃক বয়স ভিত্তিক লীগ গুলোর আয়োজন করা হয়,
বয়স ভিত্তিক লীগের দাবী এখন সময়ের
দাবি এখন খুলনার সকল ফুটবল প্রেমী মানুষদের।