শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

“কেশবপুরে ইভিএম-এ ভোট, কারচুপি করার কোন সুযোগ নেই”কেশবপুরে নির্বাচন কমিশনার মোঃ আহসান

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৪৩ Time View

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ভোটগ্রহণ কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, আবরাউল হাছান মজুমদার, জেলা প্রশাসক, যশোর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান(অবঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে জনাব প্রলয় কুমার জোয়ারদার বি,পি,এম(বার) পি,পি,এম, পুলিশ সুপার, যশোর, জনাব মোঃ হুমায়ুন কবির, আঞ্চলিক নির্বাচন অফিসার, খুলনা, জনাব মোঃ আনিসুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, যশোর ও মোঃ জহিরুল আলম অফিসার ইন চার্জ, কেশবপুর থানা।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, মোঃ তুহিন হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, কেশবপুর, যশোর। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন, কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলামসহ বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তাবৃন্দ, পুলিশ বিভাগের কর্মকর্তাগণ, সাংবাদিক ও ভোটগ্রহণ কর্মকর্তাগণ। সঞ্চালনায় ছিলেন, বিমল কুমার কুন্ডু, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা, কেশবপুর, যশোর।
মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) এর সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশকালে সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, “কেশবপুরে ইভিএম-এ ভোট হবে, কারচুপি করার কোন সুযোগ নেই”। এই প্রচণ্ড গরমে ভোটারদের সুস্থ্যতা রাখতে পর্যাপ্ত স্যালাইন পানিসহ মেডিকেল টিম থাকবে।
তিনি আরও বলেন, তিনি বলেন, স্থানীয় সরকারের সাধারণ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সারা দেশের মানুষ রাজনৈতিকদলসহ সবার চাওয়া একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন নির্বাচন। এই গুরু দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যাস্ত। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ নির্বাচন কমিশনের প্রত্যাশা সকলে যেন তাদের উপর অর্পিত দায়িত্ব শতভাগ নিরপেক্ষ হয়ে পালন করেন। দলীয় মনোভাব পোষণ করা, নেতাকর্মীদের দ্বারা প্রভাবিত হওয়া, কখনো অতি উৎসাহী হয়ে এমন কোন আচরণ করবেন না যাতে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com