সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে “কুয়াশার গান” উৎসব

ইবি প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মিউজিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে লোকসংগীত, আধুনিক ও ছায়াছবির গানে  “কুয়াশার গান” উৎসব পালিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ উৎসবের আয়োজন করে সংগঠনটি।

কুয়াশার গান” উৎসবটিতে ইবির মিউজিক অ্যাসোসিয়েশনের নিজস্ব গান, রবীন্দ্র-মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের একদল শিক্ষার্থীর পরিবেশনায় গানসহ লোক সংগীত, আধুনিক গান ও বাংলা ছায়া ছবির গান পরিবেশন করা হয়। এমটু সলিউশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। অনুষ্ঠানের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশ অংশগ্রহণ করে এবং মিউজিক অ্যাসোসিয়েশন কে আহ্বান করে যাতে আগামীতেও বেশি বেশি করে এ ধরনের আয়োজন করে।

এর আগে মিউজিক অ্যাসোসিয়েশনের সদস্যদের চার-পাঁচ মাস ড্রামস, গিটার, কি-বোর্ড চালানো শেখানো হয়। এছাড়া গানের উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, আমরা এই আয়োজনের মাধ্যমে  বিজয়ের স্বাদ ও বিজয়ের আবেগকে সকলের সামনে তুলে ধরতে চাচ্ছি। এই শীত-কেন্দ্রিক একটি ঐতিহ্য ও বিজয়-কেন্দ্রিক একটি উৎসব, এই দুটোকে একসাথে করে আমাদের এই আয়োজন: এমটু সলিউশনস প্রেজেন্টস কুয়াশার গান।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com