সুদানে শান্তিরক্ষী মিশনে আহত লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামানের বাড়ি কুষ্টিয়া শহরের ঈদগাহ পাড়ায়। চলতি বছরের জানুয়ারি মাসে শান্তিরক্ষা মিশনে সুদানে যোগদান করেন তিনি। বগুড়া ক্যান্টনমেন্টে ব্যাটালিয়ন কমান্ডার (সিও) ছিলেন তিনি। আইএসপিআর ছবি প্রকাশের পর তার পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। এঘটনার পর থেকে তাঁর পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ার এই বাসায় তার পরিবারের কেউ থাকে না।
আহত সেনাকর্মকর্তা খালেকুজ্জামানের বড় বোন শামীমা আক্তার জানান, স্প্লিন্টারে খালেকুজ্জামানের বাঁ হাত ক্ষতিগ্রস্ত হয়। তবে তার অবস্থা গুরুতর নয়। ঘটনার পর পরই হেলিকপ্টার যোগে তাকে আবে এর একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। পরিবারের সাথে তার নিয়মিত যোগাযোগও রয়েছে বলে জানান তিনি। পরিবারের সবাই বগুড়া ক্যান্টনমেন্টে বসবাস করেন। খালেকুজ্জামান কুষ্টিয়া শহরের ঈদগাহ পাড়ার মৃত. মুক্তিযোদ্ধা খোন্দকার আক্তারুজ্জামানের ছেলে। পরিবারের সবাই বগুড়া ক্যান্টনমেন্টে বসবাস করেন।
লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামানের বিষয়ে ঈদগাহ পাড়া এলাকাবাসীরা জানান, আমরা বিভিন্ন গনমাধ্যমে নিউজের কারনে বিষয়টি জানতে পেরেছি। তার বর্তমান অবস্থা সম্পর্কে আমরা তেমন কিছু জানতে পারিনি কারন দীর্ঘদিন এখানে তারা এখানে কেউ বসবাস করেন না। দেশবাসীর কাছে আমরা তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
তবে তার মা কুষ্টিয়া শহরের গোশালা এলাকায় একটি ভাড়া বাসবাস করেন। সেখানে তার সাথে দেখা করতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামানের মা অসুস্থ থাকায় তিনি গনমাধ্যম কর্মীদের সাথে দেথা করেননি।