রাঙামাটি তীব্র শীতের এই সময়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সদর জোন (বাংলাদেশ সেনাবাহিনী) এর উদ্যোগে শহরের উত্তর ফরেস্ট কলোনি, বনরূপায় অবস্থিত তাহফীজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার অসহায়, গরীব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় মাদ্রাসার প্রাঙ্গণে এই উষ্ণতা বিতরণী কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। তাঁর হাত দিয়েই শিক্ষার্থীরা নতুন শীতবস্ত্র ও কার্পেট গ্রহণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো রমজান উদ্দিন এবং আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন। আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রহমত উল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আরিফুল ইসলাম।
বক্তারা শীত মৌসুমে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্বের উপর আলোকপাত করেন। তারা বলেন, সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষের উচিত এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে থাকা। বক্তারা বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে পাওয়া নতুন শীতবস্ত্র পেয়ে এতিম শিশুদের মুখে হাসি ফুটে ওঠে। এই উদ্যোগ শীতের কষ্ট লাঘবে তাদের দারুণভাবে সহযোগিতা করবে