রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কচুখালী পাড়াস্থ কচুখালী সানু বৌদ্ধ বিহারের প্রয়াত বিহার অধ্যক্ষ ভদন্ত আগগাধাম্মা মহাথের মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া আজ, ১৩ ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার, সম্পন্ন হয়েছে। ধর্মীয় আচার ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী দিন পালিত হয়।
আজ শনিবার বিকেল ২:০০ ঘটিকায় কচুখালী সানু বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এই উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষু সংঘ, উপাসক-উপাসিকা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি মরহুম অধ্যক্ষ মহোদয়কে শেষ শ্রদ্ধা জানাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎমরম বৌদ্ধ বিহারের আবাসিক অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরু। তিনি প্রয়াত ভদন্ত আগগাধাম্মা মহাথের মহোদয়ের ধর্মীয় জীবন ও সমাজে তাঁর অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন।
এছাড়াও, অনুষ্ঠানে প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিনিয়র যুগ্ম জেলা জজ দীপেন দেওয়ান মহোদয়। তিনি প্রয়াত ভিক্ষুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আগত বৌদ্ধ ধর্মাবলম্বীগণ প্রয়াত ভিক্ষু ভদন্ত আগগাধাম্মা মহাথের মহোদয়ের মহাপ্রয়াণে শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার সদ্গতি কামনা করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এই বিশিষ্ট ধর্মগুরুর অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন হয়।