হাদী তেরা খুন ছে,ইনকিলাব আয়া হে” স্লোগানে উত্তাল নোবিপ্রবি
মোঃ তৌফিকুল ইসলাম
নোবিপ্রবি প্রতিনিধি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে দোয়ার মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর এলাকা থেকে সালাম হল,মালেক হল,মেডিকেল সেন্টার,গ্যারেজ,নীল দীঘি হয়ে পূনরায় গোল চত্ত্বর এলাকায় আসে।মিছিলে তারা বিভিন্ন স্লোগান দেন। যার মধ্যে, “হাদি তেরা খুন সে,ইনকিলাব আয়া হে”, “তুৃমি কে আমি কে? হাদি, হাদি”,”দালালী না রাজপথ? রাজপথ রাজপথ”,”ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ”,”হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না”,”গুলির মুখে কথা কবো,আমরা সবাই হাদি হবো”।
বিক্ষোভ মিছিলের একপর্যায়ে নোবিপ্রবির ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, আমরা আল্লাহর কসম করে বলতেছি,হাদি ভাই একা নয়, আমরা সবাই হাদি হবো,গুলির মুখে কথা কবো। এই হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার করতে হবে।
জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী জাফর বলেন, ওসমান হাদি শুধু একটি নাম নয়, ওসমান হাদি মানে বাংলাদেশ। আমরা বিশ্বাস রাখি, হাদি ভাই আমাদের মাঝে অতিদ্রুত ফিরে আসবে। নতুন বাংলাদেশের নেতৃত্ব হাদি ভাইয়েরাই দিবে ইনশাআল্লাহ।
বিক্ষোভের শেষ পর্যায়ে শিক্ষা বিভাগের শিক্ষার্থী মুস্তবা ফয়সাল নাঈম বলেন,২৪শের জুলাই বিপ্লবের পর আমরা আওয়ামী লীগের বর্বরোচিত কাজের সঠিক বিচার করতে পারি নাই,আজ হাদি ভাইয়ের রক্ত ঝরার মধ্যে দিয়ে তারই মাসুল দিতে হচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।