মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে টিকটকের ফাঁদে ফেলে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের
অভিযোগে জাহিদ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার ভোররাতে লৌহজং উপজেলার খিদিরপাড়
ইউনিয়নের বাসুদিয়া গ্রামের রহমান চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গীবাড়ী থানা
পুলিশ।
ভুক্তভোগী কিশোরী জানায়, টিকটক ফ্রেন্ড বানিয়ে ৪ বার দেখা করে তার সঙ্গে কৌশলে অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেইল করে বিয়ের প্রলোভনে আপত্তিকর কাজ করে ওই যুবক।
পরিবার জানায়, গত ২২ এপ্রিল অপহরণের পর বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে কিশোরীটিকে ভয়
দেখিয়ে অনৈতিক স্বার্থ হাসিল করে অভিযুক্ত শাহ আলম।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, নাবালিকা মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে তার হেফাজতে থাকা কিশোরীসহ আদালতে প্রেরণ
করা হয়েছে।