আসন্ন আইপিএল নিলামের মোট ১,৩৯০ জন নিবন্ধিত ক্রিকেটারের মধ্য থেকে ৩৫০ জনকে বাছাই করে মঙ্গলবার চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম।
এদিকে, আসন্ন আইপিএল নিলামের ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েছেন তিনি।
বাংলাদেশ থেকে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম নিলামে জায়গা পেয়েছেন। তবে প্রাথমিক তালিকায় থাকলেও জায়গা হয়নি তারকা অললাউন্ডার সাকিব আল হাসানের।
এবারের আইপিএলে ৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। একমাত্র বাংলাদেশি হিসেবে মোস্তাফিজ এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন। অন্যদিকে রিশাদ, তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি।