বাংলাদেশ পুলিশের ডিআইজি (অডিট অ্যান্ড ইনস্পেকশন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার জনাব মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম – সেবা আজ ০৮ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় আগমন করেছেন। তার এই আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
ডিআইজি মহোদয় রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ অফিসার মেসে পৌঁছালে তাকে ফুলেল উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।অভ্যর্থনার পর, পুলিশ অফিসার মেস প্রাঙ্গণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের একটি চৌকস দল সম্মানিত ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। এর মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জেলা পুলিশের সম্মান ও পেশাদারিত্ব প্রতিফলিত হয়।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার সিনিয়র অফিসারগণ উপস্থিত ছিলেন। ডিআইজি মহোদয়ের এই সফর জেলা পুলিশের অডিট ও পরিদর্শন সংক্রান্ত কার্যক্রমের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।