সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটি সদর জোন এবং রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে জেলার ঘাগড়া ইউনিয়নের শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (০৭ ডিসেম্বর) সকালে চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঘাগড়া ইউনিয়নের দুস্থ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। একইসঙ্গে, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
রাঙ্গামাটি রিজিয়ন এবং রাঙ্গামাটি সদর জোনের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগ পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করছেন স্থানীয়রা।
উক্ত শীতবস্ত্র ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার, রাঙ্গামাটি সদর জোন লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক, আমন্ত্রিত শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।