রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

সেনাবাহিনীর উদ্যোগে রাঙ্গামাটিতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ

 রাঙ্গামাটি প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ Time View

​সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটি সদর জোন এবং রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে জেলার ঘাগড়া ইউনিয়নের শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (০৭ ডিসেম্বর) সকালে চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে ঘাগড়া ইউনিয়নের দুস্থ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। একইসঙ্গে, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

​রাঙ্গামাটি রিজিয়ন এবং রাঙ্গামাটি সদর জোনের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগ পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করছেন স্থানীয়রা।
​উক্ত শীতবস্ত্র ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার, রাঙ্গামাটি সদর জোন লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।​

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক, আমন্ত্রিত শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com