রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স নির্বাচনে ৩২৬ ভোটে সভাপতি সাইদুর রহমান বাচ্চু

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০ Time View

সিরাজগঞ্জের ব্যবসায়ীনির্ভর অর্থনীতি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যক্রমের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই সংগঠনের নেতৃত্ব পরিবর্তন মানে শুধু একটি প্রশাসনিক রদবদল নয়—বরং ব্যবসায়িক পরিবেশ, বিনিয়োগ প্রবাহ, উদ্যোক্তা আস্থা ও স্থানীয় বাণিজ্যনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা। ঠিক সেই গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন।
এবারের নির্বাচনে বিপুল ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিচিত ব্যবসায়ী ও জনপ্রিয় সংগঠক সাইদুর রহমান বাচ্চু।

জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ফল ঘোষণার পরই স্পষ্ট হয়ে যায়—ব্যবসায়ী সমাজ একচ্ছত্র আস্থা রেখেছেন বাচ্চুর নেতৃত্বে। তার ৩২৬ ভোটে বিজয় শুধু সংখ্যাগত জয় নয়; বরং ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক, গ্রহণযোগ্যতা এবং বাস্তবমুখী নেতৃত্বের সক্ষমতার প্রতি শক্তিশালী স্বীকৃতি।

ফল ঘোষণার পর চেম্বার ভবনে উচ্ছ্বাসের বিস্ফোরণ দেখা যায়। ব্যবসায়ীরা ফুল দিয়ে বরণ করে নেন নবনির্বাচিত সভাপতি বাচ্চুকে। স্লোগান, অভিনন্দন আর আনন্দোল্লাসে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

বাচ্চুর বিজয়কে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাঁদের প্রত্যাশা—নতুন নেতৃত্ব শিল্পোন্নয়ন, পণ্য পরিবহন সহজীকরণ, উদ্যোক্তা সুরক্ষা, বাজার ব্যবস্থাপনা ও করপোরেট সেবা ডিজিটালাইজেশনে বিশেষ ভূমিকা রাখবে।

একাধিক ব্যবসায়ী জানান—“বাচ্চু ভাই মাঠের মানুষ, সব সময় আমাদের পাশে থেকেছেন। তার নেতৃত্বে চেম্বার আরও গতিশীল হবে।”

ভোটগ্রহণকে ঘিরে নির্বাচন কমিশন নেয় ব্যাপক প্রস্তুতি। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর ভিড় বাড়লেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ব্যবসায়ীসমাজ মনে করছে—চেম্বারের প্রচলিত ব্যবস্থায় যে সীমাবদ্ধতা ছিল, নতুন নেতৃত্ব তা অতিক্রম করে আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।

নির্বাচনে বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইদুর রহমান বাচ্চু বলেন—“এই বিজয় আমার একার নয়, এটি ব্যবসায়ী সমাজের বিজয়। সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, স্বচ্ছ ও উন্নয়নমুখী চেম্বার গড়ে তুলবো।” তার এই বক্তব্য ব্যবসায়ী মহলে ইতোমধ্যে নতুন আস্থার সঞ্চার করেছে।

এখন সামনে রয়েছে শিল্পাঞ্চল সম্প্রসারণ, কর নীতি সহজীকরণ, নতুন উদ্যোক্তা তৈরি, পণ্য পরিবহনে আধুনিকায়নসহ একাধিক বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে স্থানীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করার প্রয়োজনীয়তাও উঠে এসেছে।

নির্বাচিত নেতৃত্ব অর্ডিনারি গ্রুপ-প্রেসিডেন্ট: সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: ভিপি অমর কৃষ্ণ দাস, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট: হাজী আব্দুল কাদের

পরিচালক পদে বিজয়ী: হাজী আব্দুস সাত্তার,একাব্বার আলী আকবর,আবু সাইদ, জুড়ান সরকার, তানভীর মাহমুদ পলাশ, মো. নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, শফিকুল ইসলাম জিন্নাহ, শফিকুল ইসলাম আলামিন, জুয়েল রানা, সানজিদ হাসান।

সাইদুর রহমান বাচ্চুর বিপুল ভোটে বিজয় শুধু একটি নির্বাচনী ফল নয় এটি সিরাজগঞ্জের ব্যবসায়ী সমাজের নতুন দৃষ্টিভঙ্গি ও উন্নয়ন প্রত্যাশার প্রতিফলন। ব্যবসায়ীরা বিশ্বাস করেন—তার নেতৃত্বে সিরাজগঞ্জ চেম্বারে নতুন দিগন্তের সূচনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com