সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান এই সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। তিনি জানান, গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় নাবিলের বিরুদ্ধে কঠোর শাস্তির সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।
এর আগে, গত ২৮ জুন নাবিলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় অবমাননাকর মন্তব্যের একটি স্ক্রিনশট ভাইরাল হলে বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ ওঠার পর ৩০ জুন তাকে সাময়িক বহিষ্কার করে গঠন করা হয় তদন্ত কমিটি।
তদন্ত প্রতিবেদনে নাবিলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়। পরে ডিসিপ্লিনারি বোর্ড সে সুপারিশ বহাল রাখে এবং ৫ ডিসেম্বর সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীগণ।