উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি” শিরোনামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবারের ন্যায় এবারও প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ ডিসেম্বর, ২০২৫ (শুক্রবার) ‘প্রজাপতি মেলা-২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে।
বুধবার (৩রা ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন এসব তথ্য জানান। সকাল সাড়ে নয়টায় মেলার উদ্বোধন করে দিনব্যাপী নানান আয়োজনে চলবে এবারের মেলা।
দিনব্যাপী আয়োজনে রয়েছে, প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগ্যামি, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শনী এবং সবশেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের প্রজাপতি মেলায়, বিশিষ্ট বন্যপ্রাণী বিশারদ এবং সংরক্ষণবিদ, ড. আলী রেজা খান-কে বাটারফ্লাই এওয়ার্ড (Butterfly Award 2025) প্রদান করা হবে। বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট (Butterfly Young Enthusiast 2025) এওয়ার্ড প্রদান করা হবে যৌথ ভাবে, শাহারিয়ার রানির তন্ময় ও নূরে আফসারী কে (শিক্ষার্থী, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
তিনি আরও জানান, এবার মেলায় ‘বাটারফ্লাইস অফ বাংলাদেশ’ বইয়ের তৃতীয় সংস্করণ উন্মোচিত হবে। বইতে থাকবে ৩৬০ টি প্রজাপতির প্রজাতির ছবি সহ, প্রজাপতির বায়োলজির ও সনাক্তকারী জিন ভিত্তিক তথ্য। এছাড়া প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে থাকবে প্রজাপতি, প্রজাপতি বান্ধব বৃক্ষাদি ও প্রজাপতির প্রজনন ক্ষেত্রসহ উন্মুক্ত বাগান।
এবারের মেলার টাইটেল স্পন্সর ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আই ইউ সি এন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার), আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ।
এদিকে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল-আই ও রেডিও ভূমি।