আবারও বিয়ের পিঁড়িতে বসলেন ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একটা সময় প্রাক্তন প্রেমিকের বিয়ের পর মানসিকভাবে ভেঙে পড়েন সামান্থা। তবে কয়েক মাস ধরে নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় ছিলেন দক্ষিণী এই অভিনেত্রী। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সামান্থা নিজেই সোশ্যাল মিডিয়ায় রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সুত্রে জানা যায়, তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ইশা যোগ কেন্দ্রের লিং ভৈরবী মন্দিরে নাকি বিয়ের আসর বসেছে। ভিড়ভাট্টা নয়, মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথির উপস্থিতিতেই তাদের বিয়ে হয়েছে।
বিয়েতে লাল শাড়ি পরেছিলেন সামান্থা, যা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহ্যবাহী রীতির সঙ্গে মিল রেখেই বেছে নেওয়া হয়েছিল। অপরদিকে রাজ পরেছিলেন সাদা পাঞ্জাবি-পায়জামা।
প্রসঙ্গত, ২০১৭ সালে গোয়ায় দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। চার বছর পর গেল বছর শোভিতাকে বিয়ে করেন নাগা চৈতন্য। প্রক্তন স্বামীর বিয়ের পর দীর্ঘদিন মানসিক আবসাদে ভুগেছেন সামান্থা। এরপর চলতি বছরের শুরু থেকে রাজের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে। অতীত ভুলে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন সামান্থা।