বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

যশেরের ঝিকরগাছায় অস্ত্র মামলায় ১৭ বছরের জেল

মনির হেসেন, বেনাপোল প্রতিনিধি:-
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৬০ Time View

যশোরে অস্ত্র মামলায় ঝিকরগাছা উপজেলার শফিকুল ইসলাম শফি নামে এক অস্ত্রকারবারিকে ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার ১৪ জুলাই অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম ঝিকরগাছার মাটশিয়া উত্তরপাড়ার আরশাদ আলীর ছেলে ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৮ জুন ডিবি পুলিশের কাছে খবর আসে শফিকুল ইসলাম শফি অস্ত্র নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় যশোর জেলা গোয়েন্দা শাখার এএসআই সাজিব হোসেন তাৎক্ষণিক টিম নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। উদ্ধার করা হয় একটি সুট্যারগান ও একরাউন্ড গুলি।

পরবর্তীতে এ ঘটনায় ছিকরগাছা থানায় মামলা করেন এসআই সাজিব। মামলাটি তদন্ত করে এসআই মুরাদ হোসেন ২০১৪ সালের ৩০ জুলাই আদালতে চার্জশিট জমা দেন। রোববার রায় ঘোষণার দিনে বিচারক এ মামলার পৃথক দুই ধারায় ১৭ বছরের কারাদন্ডের আদেশ দেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com