যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে একটি ব্যাঙ্কোয়েট হলে গুলির ঘটনায় অন্তত শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে ঘটনাটি ঘটে। সান জোয়াকুইন কাউন্টি শেরিফের দপ্তর জানায়, লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে একটি পারিবারিক অনুষ্ঠানে এ হামলা চালানো হয়।
শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেন, নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ই আছেন। তবে তাদের বয়স বা পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তবে কারণ বা উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে গুলিবর্ষণ হয়েছে, সেটিও নিশ্চিত করা যায়নি।
অপরদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় জানায়, তাকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা দপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করছে।