রণবীর-দীপিকার প্রেম কাহিনি কারও অজানা নয়। একসময় বাস্তব জীবনের প্রেমিক-প্রেমিকা ছিলেন তারা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তাদের সম্পর্কের সমীকরণ। ব্যক্তিগত জীবনে ভিন্ন পথে হাঁটলেও পর্দায় তাদের রসায়ন আজও বলিউডের অন্যতম আকর্ষণ। দীর্ঘ ১০ বছর পর আবারও পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি। সম্প্রতি নতুন প্রজেক্টে কাজের জন্য স্ত্রী আলিয়াকে বাদ দিয়ে নায়িকা হিসেবে প্রাক্তন প্রেমিকা দীপিকাকে বেছে নেওয়ায় আলোচনায় এসেছেন রণবীর কাপুর।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রণবীর কাপুর ফিরতে চলেছেন তার দাদা রাজ কাপুরের স্বপ্নের স্টুডিও আরকে ফিল্মস পুনরুজ্জীবিত করার কাজে। ব্যানারটির ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন এক প্রোজেক্টে হাত দিতে যাচ্ছেন এই তারকা।
আরও জানা যায়, ১৯৫৬ সালের জনপ্রিয় ছবি ‘ছোরি ছোরি’র আধুনিক রিমেকই হতে পারে এই নতুন প্রকল্প। রণবীর চান, নতুন ছবিতে রাজ কাপুরের কাজের ছাপ আধুনিক উপস্থাপনায় ফিরে আসুক। প্রকল্পটি ঘিরে তার টিমেও নাকি উৎসাহ দেখা যাচ্ছে। সেই ছবির জন্য নায়িকা বাছাইয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রণবীর। তবে সিনেমাটিতে আলিয়া নয়; বরং ‘অন-স্ক্রিন ম্যাজিক’ তৈরির জন্য রণবীর বেছে নিয়েছেন প্রাক্তন প্রেমিকা ও বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোনকে।
অয়ন মুখোপাধ্যায়ের নতুন গল্প, ক্ল্যাসিকের অনুপ্রেরণা আর ১০ বছর পর দুই তারকার অদম্য অনস্ক্রিন রসায়ন–সবকিছু মিলিয়ে এই সিনেমার খবরটি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।