সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাতী মোড়ে আজ বিকেলে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার এক মুহূর্তে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হোন ছোনগাছা ইউনিয়নের জয়নগর গ্রামের ৬০ বছর বয়সী মোছা. হালিমা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা সড়ক পার হচ্ছিলেন এমন সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার ফলে মোটরসাইকেলটির সামনের অংশও চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনই দ্রুত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের আবিসিনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই বেজগাতী মোড়টি দুর্ঘটনা প্রবণ হিসেবে পরিচিত। কিন্তু রাস্তার এই গুরুত্বপূর্ণ স্থানে কোনো স্পিড ব্রেকার না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করতে বাধ্য হচ্ছে।
স্থানীয়দের দাবি, অতি দ্রুত এখানে একটি স্পিড ব্রেকার নির্মাণ, সড়কে গতিনিয়ন্ত্রণ এবং নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।