হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ আগুন লেগে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৭৯ জনের নিখোঁজ রয়েছেন এবং আহত অনেকেই হাসপাতালে আছেন।
বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তা পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে।
হংকং কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানায়, এই আগুনে মোট ৪৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪০ জন ঘটনাস্থলেই মারা যান এবং চারজন হাসপাতালে মারা যান। এছাড়া, উদ্ধার হওয়া আরও ৪৫ জন সংকটজনক অবস্থায় আছেন। আগুনের মাত্রা এত ভয়াবহ যে কমপ্লেক্সটিতে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলছে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। তারা একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা। এর মধ্যে দুজন কোম্পানিটির পরিচালক। অন্যজন পরামর্শক।