আফগানিস্তানের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে প্রাণঘাতী হামলা চালিয়েছে পাকিস্তান বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। তারা বলছে, একটি বাড়িতে চালানো বোমা হামলায় অন্তত নয়টি শিশু ও এক নারী নিহত হয়েছেন।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার (২৫ নভেম্বর) এক্স-এ দেওয়া পোস্টে জানান, সোমবার রাতের ওই হামলা খোস্তের গুরবুজ জেলার কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে চালানো হয়। হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এ হামলায় নয়টি শিশু পাঁচটি ছেলে ও চারটি মেয়ে এবং এক নারী নিহত হয়েছেন।
তিনি আরও জানান, খোস্ত ছাড়াও উত্তর–পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলা হয়। এসব হামলায় অন্তত চার বেসামরিক লোক আহত হয়েছেন।