রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
সোমবার (২৪ নভেম্বর) সকালে, সিজিএস এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অ্যাটর্নী জেনারেল একথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সাংবাদিকদের জন্য সবধরনের নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা সাংবাদিকদের নিবর্তনমূলক আইন ব্যবহার করবেন। সাংবাদিকদের ন্যারেটিভ চেঞ্জ করতে হবে যেনো সাংবাদিকরা নিজেদের কন্ঠস্বর বজায় রাখতে পারেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকের অধিকার রক্ষায় এই আইনটি জরুরি। ভয়ের সংস্কৃতি যেনো এ দেশে আর ফিরে না আসে সেকারণেও এই আইনটি প্রয়োজন।