গতকাল ২১ নভেম্বর, শুক্রবার, বিকেলে সুনামগঞ্জ শহরের বাগানবাড়ি পয়েন্ট এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে এবং জেলা যুগ্ম আহ্বায়ক শাহানুর তালুকদারের সঞ্চালনায় আয়োজিত সভায় সাংগঠনিক দিকনির্দেশনা দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আবু সালেহ মোহাম্মদ নাসিম। স্বাগত বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব রামেন্দ্র মজুমদার।
সভায় জেলার ১২টি উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা তুলে ধরে বক্তব্য দেন। বক্তব্য শোনার পর এনসিপির জেলা আহবায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন প্রতিটি উপজেলায় শক্তিশালী কমিটি গঠনের জন্য সদস্য তালিকা প্রস্তুত করতে নেতাদের নির্দেশ দেন। তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেন, জুলাই বিপ্লবে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, ছাত্রশক্তি, যুবশক্তি এবং জুলাই যোদ্ধাদের সহযোগিতা নিয়ে প্রতিটি উপজেলায় শক্তিশালী ও গতিশীল কমিটি গঠন করতে হবে।
সভা শেষে জেলা আহ্বায়ক কমিটির সকল সদস্যদের নিয়ে সম্মিলিত ফটোসেশন অনুষ্ঠিত হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সকলের প্রতি শুভকামনা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।