অবশেষে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার গ্রামগুলোয় শীত জেঁকে বসতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১৪ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সাগরের অবস্থা পুরোপুরি শান্ত হলে ডিসেম্বরেই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ডিসেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনা শক্তিশালী। তবে এর আগেই সারা দেশে শীত অনুভব হবে। কিন্তু তা শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার মতো তাপমাত্রা কমবে না।
বিডব্লিউওটি আরও জানায়, নভেম্বরজুড়ে শীতের ধীর ও মনোরম উপস্থিতি থাকবে। ভোরবেলা ঘন কুয়াশা, সন্ধ্যার পর ঠাণ্ডা বাতাস, আর ভোররাতের দিকে তাপমাত্রা দ্রুত কমে যাওয়ার প্রবণতা পুরো মাসজুড়েই অনুভূত হবে। ফলে ঘন শীত না-ও নেমে আসতে পারে। কিন্তু হিম শীতল প্রকৃতি উপভোগ করার সুযোগ থাকবে পুরো মাসই।