আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাপক গণসংযোগ ও পথসভা আয়োজন করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ১১ নং কালিকাপুর ইউনিয়নের উদ্যোগে চকগৌরী হাটে এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
হাট অঞ্চলের স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও উল্লেখযোগ্য উপস্থিতি।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমির এবং ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
তিনি বলেন, “মান্দা একটি অবহেলিত ও পিছিয়ে থাকা উপজেলা। বহু নেতা, বহু এমপি, এমনকি মন্ত্রীও পেয়েছে এই এলাকা—তবুও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ৫০ বছরের পিছিয়ে পড়া মান্দাকে আমরা ৫ বছরের মধ্যেই এগিয়ে নেওয়ার অঙ্গীকার করছি।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুল মালেক, উপজেলা অফিস সম্পাদক হাফেজ আয়নাল হক, কালিকাপুর ইউনিয়ন আমির মোহাম্মদ আব্দুল হান্নান, সাবেক ইউনিয়ন আমির মোঃ আসলাম আলী, সাবেক আমির মোঃ আব্দুস সাত্তার, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সাবেক সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন যুব সভাপতি মোঃ হাসান প্রমুখ।
পথসভা শেষে এলাকাবাসীর সঙ্গে দোকানে দোকানে গিয়ে জনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।