সিরাজগঞ্জে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বর মাসেই গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শহরের বাজার স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি এসএস রোড হয়ে দরগা রোডস্থ জেলা জামায়াত কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে বাজার স্টেশন ‘মুক্তির সোপান’ এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, জনগণের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে গণআন্দোলনের বিকল্প নেই এবং গণভোটই দেশের সংকট সমাধানের একমাত্র শান্তিপূর্ণ পথ।
শহর জামায়াতের আমীর মো. আব্দুল লতিফের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ ও শহর ছাত্রশিবিরের সভাপতি শামীম
সমাবেশ শেষে একটি সুশৃঙ্খল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।