নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ জানিয়ে নিজ উদ্যোগে দলগুলোকে এখনই এগুলো সরানোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি দলগুলো নিজ উদ্যোগে পোস্টার না সরায় ইসি কঠোর ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকের সূচনা বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এখনই পোস্টারে ছেয়ে গেছ ঢাকা শহর। অথচ আমরা এটা নিষিদ্ধ করেছি। এগুলো সরাতে হবে। যারা লাগিয়েছেন, নিজে থেকে সরিয়ে ফেলবেন। এটাই হবে ভদ্র আচরণ। আর যেন কেউ না লাগান। যে দল এটা করবেন না, আমরা মনে করব যে সে দলের নিয়ত সাফ না। আমরা এটা সহ্য করব না। বিধি ভাঙলে আমরা অন্ধভাবে ঝাঁপিয়ে পড়ব।
এছাড়া তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে। তবে, তারা যদি সহযোগিতা না করে, তাহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।