র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর একটি বিশেষ অভিযানে বগুড়া সদর থানার হাবিবুর রহমান খোকন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ইমরান হোসেন (৩১)-কে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। অভিযানের সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
র্যাব-১২ সূত্র জানায়, গত ২৭ অক্টোবর রাতে বগুড়ার সেউজগাড়ী এলাকায় পূর্ব শত্রুতার জেরে খোকনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে The Arms Act 1878 (Section 19f) অনুযায়ী নতুন একটি মামলাও দায়ের করা হয়েছে।