জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীর পার্লামেন্টে কোনও একক নেতৃত্ব দেখতে চায় না এনসিপি। কারণ এক ফ্যাসিস্ট বাদ দিয়ে আরেক ফ্যাসিস্ট আনার কোনও মানে হয় না। সংস্কারের পথে না হাঁটলে নিশ্চিহ্নের পথে হাঁটবে বিএনপি। আর শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কই?
সোমবার (১০ নভেম্বর) জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে রাজধানীর বাংলামোটরে অনুষ্ঠিত ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন বলেন, ‘সংস্কার ও জুলাই সনদ ইস্যুতে সংকট দেখা দিলে এর জন্য দায়ী থাকবে বিএনপি ও জামায়াত। জুলাই সনদ নিয়ে দুটি রাজনৈতিক দল ঐকমত্য না পৌঁছে নিজেদের স্বার্থ সুরক্ষায় কাজ করছে। এ নিয়ে সরকার কোনও বিশেষ দলের পক্ষ নিলে এনসিপি শহীদ পরিবারদের নিয়ে রাজপথে নামবে।
তিনি আরও বলেন, একাত্তরের কার্ড, শহীদ পরিবারের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা মানবো না।