নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের পাঁজরভাঙ্গা হাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ গণসংযোগ ও পথসভায় স্থানীয় জনতার ঢল নামে, ফলে পুরো হাট এলাকায় জনস্রোতের দৃশ্য দেখা যায়।
উক্ত গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ (মান্দা-৪) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, ১০ নং নুরুল্লাবাদ ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান মাস্টার জায়দুর রহমান, সেক্রেটারি মাওলানা ফারহাদ হোসেন, কসব ইউনিয়নের আমির মাওলানা মো. আতাউল হক, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. মেহের আলী, প্রসাদপুর ইউনিয়নের আমির মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি অধ্যাপক মুনছুর আলী, নায়েবে আমির মতিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সব প্রতীক দেখা শেষ — দাঁড়িপাল্লার বাংলাদেশ গড়তে হবে। ৫৩ বছর পিছিয়ে থাকা মান্দাকে আমরা মডেল মান্দা হিসেবে গড়ে তুলবো। চাঁদাবাজি, ধান্দাবাজি ও দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করবো- ইনশাআল্লাহ।