১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনৈতিক অভ্যুদয়ের সূচনায় রক্ষা পায়-দেশের সার্বভৌমত্ব। সেই পট পরিবর্তনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের মানুষকে বাক স্বাধীনতা ও বহু দলীয় রাজনীতি সুপ্রতিষ্ঠিত হয়।
৭ই নভেম্বর দিবসটি উপলক্ষে গলাচিপা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শুক্রবার বেলা তিনটায়-জৈনপুরী খানকা মাঠ থেকে হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা-ব্যানার সহ রেলে মিছিল বের করে গলাচিপা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব ও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গলাচিপার দশমিনা নির্বাচনী এলাকার জনপ্রিয় নেতা জনাব হাসান মামুন। সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, বিএনপি সিনিয়র নেতা যথাক্রমে মোঃ জাহাঙ্গীর হোসেন খান,অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু সহ-সভাপতি গলাচিপা উপজেলা বিএনপি, মাকসুদ আলম তালুকদার, মোহাম্মদ মশিউর রহমান শাহিন খন্দকার, আসাদুজ্জামান সবুজ প্যাদা, মিয়া মো:মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক গলাচিপা উপজেলা।