উপজেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁর মান্দা উপজেলার ৩৮টি মাদ্রাসার মোট ৭৬ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি মাদ্রাসা থেকে একজন ছেলে ও একজন মেয়ে শিক্ষার্থীকে এ সহায়তার আওতায় আনা হয়েছে।
সে অনুযায়ী মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া তালিকার ভিত্তিতে আজ বুধবার বিকেলে প্রাথমিকভাবে ৩টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য মাদ্রাসার শিক্ষার্থীদের কাছেও এই ড্রেস পৌঁছে দেওয়া হবে।