শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যক্ষ উদ্যোগে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন তথা বর্তমান নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকালে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) ও সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (ডিজিএনএম শাখা) এর যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গণে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনএ সভাপতি সুফিয়া খাতুন, সাধারণ সম্পাদক আমিনা খাতুন, নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ ঝরনা রানী মণ্ডল, নার্সিং ইন্সট্রাক্টর হাজেরা খাতুন, সিনিয়র স্টাফ নার্স অন্তরা বাড়ই, এবং প্রায় ৩৫০ জন নার্সিং শিক্ষার্থী ও স্টাফ নার্স।
বক্তারা বলেন, “বিগত ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির সাক্ষী স্বতন্ত্র নার্সিং প্রশাসন দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। এই অধিদপ্তরকে বিলুপ্ত বা অন্য অধিদপ্তরের অধীনে নেয়ার অপচেষ্টা নার্সিং পেশার স্বকীয়তা, উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে।”
তারা আরও বলেন, “২০১৬ সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর পূর্ণাঙ্গ অধিদপ্তর হিসেবে আত্মপ্রকাশের পর থেকে নার্সদের পেশাগত মানোন্নয়ন, শিক্ষা ও প্রশিক্ষণে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। অথচ আজ তা ধ্বংসের পাঁয়তারা চলছে, যা জনস্বার্থ ও স্বাস্থ্যসেবা উভয়ের জন্যই হুমকিস্বরূপ।”
বক্তারা পাঁচ দফা দাবি জানান—
স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।
জাতীয় নার্সিং কমিশন দ্রুত গঠন করতে হবে।
নার্সিং ও মিডওয়াইফারি বান্ধব নিয়োগবিধি, অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।
সুপারিনটেনডেন্ট পদ ৯ম গ্রেড থেকে ৭ম এবং ৭ম থেকে ৫ম গ্রেডে উন্নীত করতে হবে।
নার্সিং সুপারভাইজার ও ইন্সট্রাক্টর পদ অন্যান্য অধিদপ্তরের ন্যায় ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করতে হবে।
বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নার্সিং পেশাকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে যে প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছিলেন, তা দেশের স্বাস্থ্যসেবার ইতিহাসে এক মাইলফলক। এই কাঠামো বিলুপ্ত করার প্রচেষ্টা জাতির স্বাস্থ্যব্যবস্থাকে দুর্বল করবে এবং নার্সদের প্রাপ্য মর্যাদা হ্রাস করবে।
উল্লেখ্য, দেশব্যাপী একই দাবিতে ঢাকাসহ সকল জেলায় একই দিনে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।