মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

আধিপত্যমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্নে — সিরাজগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী মোঃ আব্দুস সবুর তালুকদার

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ” স্লোগানকে সামনে রেখে রাজপথের সাহসী কর্মী থেকে জনপ্রতিনিধির দৌড়ে নাম লিখিয়েছেন মোঃ আব্দুস সবুর তালুকদার। তিনি আপ বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনের মনোনীত এমপি প্রার্থী।

২০১১ সালে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু। তখন থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০১২ সালে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি হামলা ও মিথ্যা মামলার শিকার হন। কিন্তু তাতে দমে যাননি, বরং রাজপথে আরও দৃঢ় হয়েছেন।

রাজনীতিতে সততা, নীতি ও আদর্শকে মূলমন্ত্র হিসেবে ধারণ করা সবুর তালুকদার দীর্ঘ এক দশক ধরে সিরাজগঞ্জের মাঠপর্যায়ের কর্মীদের সংগঠিত করে যাচ্ছেন। তাঁর মতে, “রাজনীতি মানে মানুষকে ভালোবাসা, তাদের জন্য কাজ করা— কোনোভাবেই ব্যক্তিস্বার্থ নয়।”

২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে। সেই সময়ে জেলায় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আব্দুস সবুর তালুকদার।
তিনি তখন শুধু সংগঠকই নন, আন্দোলনের অন্যতম কৌশলবিদ হিসেবেও পরিচিত হন। তাঁর নেতৃত্বে সিরাজগঞ্জের তরুণ কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনে মুখ্য ভূমিকা রাখে।

স্থানীয়দের মতে, সবুর তালুকদার একজন পরিশ্রমী ও ত্যাগী রাজনীতিক। কাজিপুর ও সদর অংশে তিনি নিয়মিত মাঠে থাকেন, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। তরুণ প্রজন্মের অনেকেই তাঁকে ‘নতুন রাজনীতির প্রতিনিধি’ হিসেবে দেখছেন।

কাজিপুরের কৃষক হাফিজুল ইসলাম বলেন, “সবুর ভাইকে আমরা ছোটবেলা থেকে দেখছি। তিনি নিজের লাভের জন্য নয়, মানুষের জন্য রাজনীতি করেন। এমন মানুষ সংসদে গেলে এলাকার উন্নয়ন হবে।”

আসন্ন নির্বাচনে জয়ী হলে তিনি আধিপত্যবাদের অবসান ও ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করতে চান। তাঁর ঘোষিত অঙ্গীকার—

স্থানীয় কৃষক ও শ্রমজীবীদের ন্যায্য মূল্য নিশ্চিত করা,

যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি,

দুর্নীতি ও দমনমূলক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া,

শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে জনসম্পৃক্ত পরিকল্পনা বাস্তবায়ন।

সবুর তালুকদার বলেন, আমি এমন এক বাংলাদেশ চাই, যেখানে শাসক নয়— জনগণ হবে ক্ষমতার আসল মালিক। রাজনীতি হবে সেবার, আধিপত্যের নয়।

রাজপথের সংগ্রামী কর্মী থেকে এমপি প্রার্থী— এই পথচলায় মোঃ আব্দুস সবুর তালুকদার এখন এক আশার প্রতীক হয়ে উঠছেন তরুণ প্রজন্মের কাছে। তাঁর রাজনৈতিক দর্শন “ইনসাফ, ন্যায় ও মানুষ”–এই তিন শব্দের ওপর দাঁড়িয়ে।

সিরাজগঞ্জ-১ আসনে তিনি জয়ী হোন বা না হোন, তাঁর উপস্থিতি ইতিমধ্যেই স্থানীয় রাজনীতিতে নতুন ভাবনার জন্ম দিয়েছে— যেখানে আধিপত্য নয়, ন্যায়ের রাজনীতি জায়গা করে নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com