বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে “জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি” আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
জামায়াতে ইসলামী স্মারকলিপিতে উল্লেখ করে, “জুলাই জাতীয় সনদ” আইনগতভাবে বাস্তবায়নের জন্য সংবিধান আদেশ জারি করা বা নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে সনদ অনুমোদনের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় গণঅভ্যুত্থানের অর্জন ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে বলে দলটির দাবি।
এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়ে জামায়াত জানায়, এই পদ্ধতিই ভোটের সুষ্ঠু মূল্যায়ন ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে সক্ষম হবে। দলটি আরও অভিযোগ করে, অতীতের স্বৈরাচারী সরকারসমূহ সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকরণ করেছে, বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে এবং ভোটাধিকার হরণ করেছে।
জামায়াতে ইসলামী স্মারকলিপিতে ৫ দফা দাবি উপস্থাপন করে:
১ আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন।
২️জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩️ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত।
৪️ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫️স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
স্মারকলিপিতে বলা হয়, “উল্লেখিত দাবিসমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা ফিরে আসবে, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও সফল হবে।”