আজ মঙ্গলবার (৭ অক্টোবর) গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের দুই বছর পূর্ণ হলো। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও তাদের আরও কয়েকটি মিত্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী কয়েক ইসরায়েলের দশক ধরে চলা দখলদারিত্ব, নিপীড়ন ও গণহত্যার জবাবে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ নামে আকস্মিক হামলা চালায়।
এ হামলায় ১,১৯৫ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিক নিহত হন, যার মধ্যে ৮১৫ জন বেসামরিক নাগরিক। ২৫১ জনকে জিম্মি করা হয় ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে ইসরায়েলিকে বাধ্য করার লক্ষ্যে। জবাবে গাজায় আকাশ, স্থল ও সমুদ্রপথে প্রতিশোধমূলক সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল যা এখনও অভিযান অব্যাহত রয়েছে, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়েল তথ্য মতে, এখন পর্যন্ত কমপক্ষে ৬৭ হাজার ১৬০ জন নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় অর্ধেকই নারী ও শিশু।
ইসরায়েলি আগ্রাসনের দুই বছর পরও শেষ হলো না নিরীহ ফিলিস্তিনিদের দুঃখ আর দুর্দশা। তারা এরই মধ্যে সব হারিয়েছেন। এবার এই সীমাহীন রক্তপাতের অবসান চান ফিলিস্তিনিরা। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল এবং পানির ব্যবস্থা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।