আসন্ন টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর ২০২৫) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আনিসুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মাস রিয়াত জাহান বর্ষা, ও জেলা তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়া। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, টাইফয়েড জ্বর প্রতিরোধে সরকারের এই টিকাদান কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু, এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে।
উল্লেখ্য, ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে এই টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, যা সরকারের ইপিআই কর্মসূচির আওতায় বাস্তবায়িত হবে।
বক্তারা গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান, জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখে এই মহৎ উদ্যোগ সফল করতে সহযোগিতা করার জন্য।