মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

কাজিপুরে তিন শত বছরের ঐতিহ্যবাহী সোনামুখী মেলাকে ঘিরে উৎসবের আমেজ

নুর আলম শেখ, সিরাজগঞ্জ (কাজিপুর প্রতিনিধি)
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭২ Time View

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামে তিন শত বছরের ঐতিহ্যবাহী সোনামুখী মেলা বসেছে নানা আয়োজনের মধ্য দিয়ে। দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে এখন পুরো এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ।

প্রায় তিন শতাব্দী ধরে চলে আসা এই মেলাটি স্থানীয়ভাবে “কাঠের মেলা” নামেও পরিচিত। মেলা শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই আশপাশের এলাকার মানুষ প্রস্তুতি নিতে শুরু করেন। এবারও সকাল থেকে গভীর রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণ ভরপুর থাকছে মানুষে মানুষে।

মেলায় বসেছে শতাধিক দোকান—দেশজ পণ্য, খেলনা, পোশাক, হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী, পিঠা-পায়েস, গয়না, মিষ্টান্নসহ নানান রকমের ঐতিহ্যবাহী জিনিসপত্র বিক্রি হচ্ছে। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, মিনি ট্রেন, ঝুলন, ম্যাজিক শো ও মোটর রাইডসহ আকর্ষণীয় বিনোদন আয়োজন।

স্থানীয় প্রবীণদের ভাষায়, এই মেলার ইতিহাস প্রায় তিন শত বছরের পুরনো। একসময় এই মেলা ছিল নৌ-যোগাযোগ নির্ভর—দূরদূরান্ত থেকে মানুষ নৌকায় চড়ে আসতো সোনামুখীতে। আজও সেই ঐতিহ্য টিকে আছে, বদলেছে শুধু সময়ের রূপ।

এলাকাবাসী জানান, সোনামুখী মেলা শুধু আনন্দ-উৎসব নয়, এটি কাজিপুরের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। দুর্গাপূজার ছুটিতে আশপাশের ১০-১২টি গ্রামের মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসছেন মেলায়।

এ প্রসঙ্গে স্থানীয় শিক্ষক আবদুল গফুর বলেন, “আমাদের পূর্বপুরুষদের সময় থেকে এই মেলা হয়ে আসছে। তিন বছর মহামারি ও নানা কারণে বন্ধ থাকার পর আবারও এই আয়োজন ফিরে আসায় এলাকাবাসী ভীষণ আনন্দিত।”

মেলা প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটি যৌথভাবে কাজ করছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে নৌকা-বাইচ, পিঠা উৎসব এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনী

আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, যা চলবে টানা এক সপ্তাহব্যাপী।

তিন শত বছরের ঐতিহ্য বহন করে আসা সোনামুখী মেলা আজও গ্রামীণ ঐক্য, সংস্কৃতি ও আনন্দের প্রতীক হয়ে আছে। সময় বদলেছে, কিন্তু এই মেলা আজও বাঙালির লোকজ সংস্কৃতির জীবন্ত নিদর্শন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com