মাগুরার শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় রুবেল মোল্যা (৩০) ও ইমন মোল্যা (১৭) নামে দুই সহোদর মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই সহোদর বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে রবিবার রাতে তাদের পিতা আলতাফ মোল্যা বাদাী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে আলতাফ মোল্যা জানান, এর আগেও আমার ছেলেকে ওরা মারধর করেছে আমি কোন অভিযোগ করিনি। বৃহস্পতিবার বিকেলে হিরক, তমাল, টুটুলসহ বেশ কয়েকজন আমার দুই ছেলেকে কুপিয়ে আহত করেছে। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হলে তারা কায়দা করে শনিবারের দিনই তারা টাকা-পয়সা দিয়ে নাম কেটে দিয়েছে। তাদের অবস্থা খুব খারাপ তাই আবার হাসপাতালে ভর্তি করেছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
এ ব্যাপারে কথা বলতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার জন্য তাদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি।
এ ব্যাপারে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।