বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রোববার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহস্রাধিক শিক্ষক।
র্যালি শেষে জেলা অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। তাদের নিষ্ঠা, প্রজ্ঞা ও আদর্শচর্চার মাধ্যমেই গড়ে ওঠে একটি আলোকিত সমাজ ও উন্নত রাষ্ট্র। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দেবে, আর সেই নেতৃত্ব গঠনে শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করছেন।”
জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মানবিক গুণাবলির বিকাশ আজকের দিনে অত্যন্ত জরুরি। শুধু পাঠ্যপুস্তক নয়, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকরা বলেন, বিশ্ব শিক্ষক দিবস আমাদের দায়িত্ব ও অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেয়। এই পেশা কেবল চাকরি নয়, এটি একটি ব্রত। নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কয়েকজন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার (চ. দা.) প্রদ্যুত কুমার দাস, সহকারী পরিদর্শক শাহীন আল সাদী, কিশোর কুমার দাস, ডিস্ট্রিক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর মো. ইলতুৎমিশ জাহীদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
দিবসটি ঘিরে শিক্ষকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।