গতকাল ৯ জুলাই (মঙ্গলবার ) মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আত্মীয় স্বজন সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী থেকে মুন্সীগঞ্জের দিকে মিশুক চালিয়ে আসছিলেন অনিক। এ সময় আটপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন ছিনতাইকারী কবলে পড়েন সে । ছিনতাইকারীরা তার বুকে ছুরি দিয়ে আঘাত করলে অনিক মাটিতে লুটিয়ে পড়ে। পরের স্থানীয় কিছু লোকজনের সহযোগিতায় তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় এলাকাবাসী একজন ছিনতাইকারী কে আটক করে পুলিশের হাতে ধরিয়ে দেন ।
আটককৃত ব্যক্তি রংপুর জেলা পীরগাছা থানার তাম্বলপুর গ্রামের কাউসার মিয়ার ছেলে ইসুব আলী (৩০)। বর্তমানে সে টঙ্গীবাড়ি উজেলার ভোরন্দা বাজারে থাকে।
নিহত অনিক মুন্সিগঞ্জ পঞ্চসার এয়ার ক্লিনিকে পাসেই বাবা মা’র সাথে একটি ভারা বাসায় থাকতেন।
নিহতের বাবার সেলিম মিয়া ( ৪৫) বলেন , আমার পোলা কাপড়ের দোকানে কাম করতো। কিছুদিন ধইরা কাজ না থাকায় আজ দু দিন ধরে আমার গাড়ি নিয়া বের হয়। আজ’কা বিকাল ৩ টার সময় আমার পোলা মিশুক টা লইয়া বাইর হইছে। আমার সাথে সন্ধ্যা ৭ টায় কথা হইছে অর লগে। কিন্তু কিছুক্ষণ পর খবর আইলো আমার পোলারে কারা জানি মাইরা ফেলছে। হাসপাতালে আইসা দেখি আমার পোলার লাশ । কারা এই কাম করলো আমি কিছু জানি না । আমি এখন কি করমু।
এ ঘটনায় মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন ।